ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

সারাবিশ্ব বঙ্গবন্ধুর নামেই বাংলাদেশের পরিচয় জানেঃ আইআইইউসি’র আলোচনায় প্রফেসর ডঃ আজহারুল ইসলাম

বাংলাদেশ বার্তা ডেস্ক; ১৫ আগষ্ট ২০১৬ঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র  ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ এ.কে.এম. আজহারুল ইসলাম বলেছেন, সারাবিশ্ব বঙ্গবন্ধুর নামেই বাংলাদেশের পরিচয় জানে।বাংলাদেশের অস্তিত্বের সাথে বঙ্গবন্ধুর নামটি জড়িয়ে আছে।
বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ সোমবার আইআইইউসি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ এ.কে.এম. আজহারুল ইসলাম এ কথা বলেন। আইআইইউসি’র প্রো-ভাইস চ্যান্সেলর(চলতি দায়িত্ব) প্রফেসর ডঃ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন, আইআইইউসি’র ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, আইআইইউসি’র রেজিস্ট্রার ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নুরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স  ডিভিশনের পরিচালক। অনুষ্ঠান উপস্থাপনা করেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ এ.কে.এম. আজহারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর যাদুময় নেতৃত্ব জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিল। এদেশের স্বাধীনতা অর্জ নের জন্য প্রথমেই এবং বার বার যে নামটি উচ্চারিত হবে তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তার অতুলনীয় রাজনৈতিক প্রজ্ঞা ছিপ্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ এ.কে.এম. আজহারুল ইসলাম এ কথা বলেন বলে তিনি উল্লেখ করেন।
অতিথি আলোচকের বক্তব্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতে এখনও কউ কউ হীনমন্যতায় ভোগেন।এই হীনমন্যতা থেকে বেড়িয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মতো নেতােএকটি দেশে, একটি জাতিতে বারবার জন্মায় না।
আইআইইউসি’র রেজিস্ট্রার ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নুরুল ইসলাম, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দাশত্ব থেকে মুক্ত হয়েছিলাম।মুক্তিযোদ্ধা এবয় বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার এবং স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতি আলোকপাত করে তিনি বলেন, বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডঃ দেলওয়ার হোসেনে বলেন, একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভেদের রাজনীতি করেন নি। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে ছেয়ে ছিলেন।তিনি নির্দিষ্ট কোন দলেন নন, তিনি জাতির নেতা।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন