বাংলাদেশ বার্তা ডেস্কঃ ফারাক্কার বেশিরভাগ গেট খুলে দেয়ায় বাংলাদেশে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ভারতের বিহার রাজ্যে বন্যা পরিস্থিতি উন্নতির জন্য দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধের ১০৪টি গেটের মধ্যে ৯৫টি গেট খুলে দিয়েছে।
গতকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা বাঁধ ভেঙ্গে দেয়ার প্রস্তাবের একদিন পর আজ বুধবার বিতর্কিত এ বাঁধটি বেশিরভাগ গেটই খুলে দেয়া হয়। এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে পানি ছেড়ে দেওয় ১১ লাখ কিউসেক পানি সরে যাবে যাতে করে বিহারের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ডুবে যাবে বাংলাদেশের বেশকিছু জেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন