বাংলাদেশ বার্তা ডেস্কঃ জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু গত ১৯ আগস্ট ভারতের রাজধানী নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২০ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু সন্ত্রাসের সাথে জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সর্বৈব মিথ্যা।
জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনুর বক্তেব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, অপরাধীদের সাথে জামায়াতের কোন যোগসূত্র নেই। সন্ত্রাসী কর্মকা-ের সাথে জামায়াতের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। দেশবাসী জানেন যে, স্বাধীনতার পর ইনু সাহেবরা সশন্ত্র গণবাহিনী সৃষ্টি করে সারাদেশে সন্ত্রাসী তা-ব চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে দেশে গুপ্ত হত্যার রাজনীতির জন্ম দিয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করে গণতন্ত্র হত্যার পথ প্রশস্ত করেছিল। আজ তারা ভোল পাল্টে আওয়ামী লীগের ঘাড়ে বসে ক্ষমতায় গিয়ে মন্ত্রী হয়ে জামায়াতের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। মূলতঃ তারাই হল এদেশের রাজনীতিতে সন্ত্রাসের অন্যতম প্রধান জন্মদাতা। তাই তাদের মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা মানায় না।
জাসদ স্বাধীনতাত্তোর বাংলাদেশে যে সন্ত্রাস ও খুনের রাজনীতি শুরু করেছিল তার অন্ধকার গহ্বর এবং কালো বৃত্ত থেকে এখনও তারা বের হয়ে আসতে পারেনি। তাদের প্রতিনিয়ত উস্কানীমূলক সন্ত্রাস নির্ভর বক্তব্যই তার প্রমাণ। এ হঠকারী সন্ত্রাসী দলটি হঠকারিতার কারণে প্রায় নিশ্চিহ্ন হয়ে মাঝে-মধ্যেই ঘুমের ঘোরে বিভিন্ন প্রলাপ বকে থাকে। জনগণ তাদের কোন বক্তব্যই বিশ্বাস করে না।
জামায়াতকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনুর প্রতি আহ্বান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন