বাংলাদেশ বার্তা ডেস্কঃ ২২ আগস্ট দিবাগত রাত পৌনে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মরহুম অধ্যাপক গোলাম আযমের পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমীকে ডিবি পরিচয় দিয়ে সাদা পোশাকধারীরা মগবাজারের কাজী অফিস লেনে অবস্থিত তার বাসা থেকে তাকে অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৩ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী একজন অরাজনৈতিক ব্যক্তি। তিনি অবসর জীবন-যাপন করছেন। তিনি দেশের একজন সুনাগরিক। তিনি দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তার নামে কোন মামলা নেই। ফলে তাকে গ্রেফতার করা অযৌক্তিক ও বেআইনী।
বাসার গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে তুলে নিয়ে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের আইন, সংবিধান ও মানবাধিকার লংঘন করেছে। দেশের উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে কাউকে বিনা ওয়ারেন্টে এবং সাদা পোশাকে গ্রেফতার করা যাবে না। অথচ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচ্চ আদালতের এ নির্দেশনা অমান্য করে তাকে গ্রেফতার করেছে।
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমীকে তুলে নেয়ায় তার বৃদ্ধা মাতা, পরিবার-পরিজন, শুভাকাক্সক্ষীসহ দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন ও শংকিত।
তাকে কোথায় কিভাবে রাখা হয়েছে তা জানানো এবং তাকে মুক্তি দিয়ে অবিলম্বে তার পরিবারের নিকট ফেরত দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন