ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

বর্তমান সময়ের অন্যতম একটি বড় ফিতনার নাম হচ্ছে Wedding Photography


বাংলাদেশ বার্তা ডেস্কঃ ১৩ আগষ্ট ২০১৬, শনিবারঃ  বর্তমান সময়ের অন্যতম একটি বড় ফিতনার নাম হচ্ছে Wedding Photography. এটা যে কত বড় ফিতনা এটা যে প্রত্যক্ষ করে নাই সে কখনো চিন্তাও করতে পারবেনা। এক কথায় বলতে গেলে- লাক্স চ্যানেল আই মডেলদের নিয়ে ফটোগ্রাফাররা যেভাবে খেলে ঠিক সেইভাবে চার পাঁচ জন ফটোগ্রাফার নববধূকে নিয়ে খেলে। কখনো কখনো এতো কাছ থেকে ফোকাস করে যে.............
........কিছু কিছু বিয়েতে নাকি এমনও হয় ফটোগ্রাফার নববধূর গায়ে হাত দিয়ে কাপড় ঠিক করে দেয়, দাঁড়ানোর ভঙ্গি ঠিক করে দেয়। নায়ুজুবিল্লাহ।
যে মেয়েটার ইসলামের বিষয়ে তেমন জ্ঞান নেই কিন্তু সাধারণত পর্দা করার চেষ্টা করে তাঁকেও তার বিয়ের দিন চার পাঁচটা বেগানা ফটোগ্রাফারের সামনে মডেল হিসেবে ঠেলে দেওয়া হয়। কাজটা কখনো তার ইচ্ছায় হয় আবার কখনো অনিচ্ছায়। বিয়ের মতো একটি পবিত্র বন্ধন এবং ইবাদতে অশ্লীলতার এই জঘন্য পর্যায় কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাই এখনই আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে, করতে হবে, নিজের পরিবার থেকেই এই সচেতনতা শুরু করতে হবে।আর আপুদেরকে বলি, আপনি কি চান বিয়ের পর আপনার সংসার জীবন সুখী হোক?? জানি বলবেন, কে না চায়??
যদি চান তাহলে এটা কিভাবে আশা করেন, যে বন্ধনের, ইবাদতের শুরুই হচ্ছে অশ্লীলতা দিয়ে, আল্লাহর চরম অবাধ্যতা দিয়ে সেখানে
আল্লাহর রহমত থাকবে, দয়া থাকবে। আর আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া সংসার জীবনে সুখী হওয়ার এই অবাস্তব স্বপ্ন কিভাবে দেখেন???
তাই বিয়ের দিন নিজেকে মডেল হিসেবে এইসব বেগানা ফটোগ্রাফারদের সামনে নিজেকে সপে দেওয়ার আগে একটি বার চিন্তা করুন, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন না তো??, নিজে হাতে আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করছেন না তো??
আর পূরূষ বা বরকে কি বলবেন সেতো একটা কুকুরের চেয়েও অধম। একটা কুকুর যখন কোন এলাকায় একটি কুত্তীর নিকট থাকে দেখবেন সেখানে আর কোন কুকুরকে সে আসতে দেয়না। কিন্তু আফসোস শত আফসোস ঐ সমস্ত কাপূরূষদের জন্য যারা নিজের স্ত্রীকে পরপূরূষের সামনে উপস্থাপন করে আবার নিজেকে আধুনিক বলে বেড়ায় লাত্তী মারী তোর সেই আধুনিকতা কে যা মানবতাকে বলি দেয়। তাই এই সমস্ত অযাচিত আধুনিক লোক কে বলব ঐ কুকুর থেকে শিক্ষা নিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন