বাংলাদেশ বার্তা ডেস্ক ১২ আগষ্ট ২০১৬ইং শুক্রবারঃ সড়ক দূর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্রী নেহলিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কুমিরা ক্যাম্পাসে ক্লাস শেষে ফেরার পথে সীতাকুন্ড উপজেলার ফকিরহাটের সন্নিকটে বিপরীত দিক হতে আসা ট্রাকের ধাক্কায় নিহত কাজী নেহলিনের নামাজে জানাজা আজ শুক্রবার বাদজুমা চট্টগ্রাম সরকারী মহসিন কলেজ মাঠে অনুস্ঠিত হয়।
নামাজে জানাজায় উপস্থিতির একাংশ |
নিহতের নামাজে জানাজায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর ভাইস চ্যান্সেরর প্রফেসর ডঃ এ.কেেএম আজহারুল ইসলাম, সাবেক প্রো-ভাইস চ্যান্সেরর প্রফেসর ডঃ আবুবকর রফিক, ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর ডঃ ফরিদ আহমদ সোবহানী, চেয়াম্যানম ফাইন্যান্স অধ্যাপক আহসান উল্লাহ, জনাব নুরুল্লাহসহ বোর্ড অব ট্রাস্টীজের সদস্যবৃন্দ, মরহুমার পিতা, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও হাজার হাজার শোকাহত ছাত্র ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুমা নেহলিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। নামাজে জানাজা শেষে নিকটস্থ মিসকিশাহ মসজিদ কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন