বাংলাদেশ বার্তা ডেস্কঃ ছাত্রজীবন শেষে ইসলামী আন্দোলনের বিভিন্ন ব্যস্ততায় জড়িয়ে পড়েও তিনি বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করেন। মাওলানা নিজামীর মৌলিক চিন্তাধারার প্রতিফলন ঘটেছে যে সমস্ত বইয়ে, সে বইগুলো হচ্ছে:
বইয়ের নাম (Name of the books)
১. কুরআনের আলোকে মুমিনের জীবন (Life in Light of the Holy Quran)
২. ইসলামী সমাজ বিপ্লব (Islamic Social Revolution)
৩. ইসলামী আন্দোলন ও সংগঠন (Islamic Movement and Organization)
৪. দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব (Responsibility of Establishing Din)৫. ইনফাক ফি সাবিলিল্লাহ (Spending in the Way of Allah)
৬. ইসলামী আন্দোলন: সমস্যা ও সম্ভাবনা (Islamic Movement: Challenges and Prospects )
৭. কুরআন রমজান তাকওয়া (Quran Ramadan and Taqwa)
৮. গণতন্ত্র, গণবিপ্লব ও ইসলামী আন্দোলন (Democracy, Mass Revolution and Islamic Movement)
৯. আল্লাহর নৈকট্য লাভের উপায় (Way to get closeness of Allah)
১০. আল কুরআনের পরিচয় (Introduction to al-Quran)১১. ইসলামী আন্দোলন পথ ও পাথেয় (Islamic Movement: Ways and Means)
১২. ইসলামী আন্দোলনের কর্মীর কাজ (Works of Islamic Movement Activists)
১৩. মুসলিম উম্মাহর দায়িত্ব (Responsibilities of Muslim Ummah)
১৪. নারী সমাজে দাওয়াত ও সংগঠন সম্প্রসারণের উপায় (Strategy of expanding Dawah and Organisation Among Women)
১৫. ইসলাম ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ (Islam and International Terrorism)
১৬. Life of the Prophet (SAW) in Makkah (রাসুলুল্লাহর (সা:) মক্কার জীবন)
১৭. রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কার (Reform of Politics and Political Parties )
১৮. মহররমের শিক্ষা (Teaching of Muharram)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন