1/ তিনি প্রত্যেক সরকারী কর্মচারী কে তাদের দুই মাসের বেতনের সমপরিমান বোনাস দেবার নির্দেশ দেন! এবং তাদের বেতন ভাতা বৃদ্ধির ঘোষনা দেন!
2/ যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন, তাদেরকেও এই বোনাসের আওতাভূক্ত করেন!
3/ জেল থেকে কয়েদিদের মুক্তি সহ আরও অনেক আদেশ জারি করা হয়..
এই খবরে গোটা সৌদী আরবে আনন্দের জোয়ার বইছে! বাদশাহ এর এই ঘোষনা শুনে যে যেখানে ছিল বাদশাহের প্রতি দোয়া ও আল্লাহর প্রতি শোকরানা সেজদাহ করছেন!
টুইটার বার্তায় বাদশাহ সালমান দেশের জনগনের উদ্দেশ্যে বলেনঃ
"আমি দুর্বল আমার নিজের কোন শক্তি নেই যদি আল্লাহ্ না শক্তি দান করেন ! আপনারা আমার জন্য আল্লাহ্র নিকতে দুয়া করবেন, আল্লাহ্ জেনো আমাকে শক্তিদান করেন আমার দায়িত্ব পালনে।''
হাদীসে রাসূল (সা) বলেন,
“তোমাদের সর্বোত্তম নেতা (ইমাম) আমীর হচ্ছে তারা যাদের তোমরা ভালবাস এবং তারাও তোমাদের ভালবাসে, যারা তোমাদের জন্য দোয়া করে এবং তোমরা তাদের জন্য দোয়া কর। আর তোমাদের সবচেয়ে মন্দ/খারাপ নেতা হচ্ছে তারা যাদের তোমরা ঘৃণা কর এবং তারাও তোমাদেরকে ঘৃণা করে। যাদেরকে তোমরা বদ- দোয়া কর এবং তারাও তোমাদের জন্য বদ- দোয়া করে" (সাহিহ মুসলিম)
বাদশাহর সালমানের আদেশে মন্ত্রীসভায় ব্যাপক রদবদল, সাবেক বাদশাহর বেশ কিছু আইন স্থগিত ও নতুন আদেশ জারি, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি ও ২ মাসের বেতন হাদিয়া, জেল থেকে কয়েদিদের মুক্তি সহ আরও অনেক আদেশ জারি করা হয়, এতে সাউদি আরবে খুশির বন্যা বইছে, বাদশাহর নতুন আদেশ শুনে যে যেখানে ছিল বাদশাহর জন্য দোয়া ও আল্লাহর প্রতি শোকরানা সেজদাহ জ্ঞাপন করেছে।
আইন মন্ত্রী হিসেবে ৩৭ বছরের সালাফি যুবক বিচারপতি ওয়ালিদ আস-সাম'আনীকে নিয়োগ
হে আল্লাহ,, বাদশাহ সালমান কে দ্বীনের মহান খাদেম হিসেবে কবুল করুন,, তার দূর্বলতা দূর করে দিন, বাদশাহের শক্তি ও মনোবল আরও বাড়িয়ে দিন,, আমিন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন