গতকাল মিশরের চার হাজার বছরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে কমলা রঙয়ের মৃত্যুদণ্ডের পোশাক পড়ানো হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্তদের এই পোশাক পড়ানো হয়।মৃত্যুদণ্ডের পোশাক পরিধান করার পর মুরসি বলেন,"আমি ৪০ বছর ধরে এমন মৃত্যুর কামনায় করেছি।"
আল্লাহু আকবার! তার পূর্বসূরিরাও এরকমই ছিলেন।ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে মৃত্যুকে তারা হাসিমুখে আলিঙ্গন করেছেন।মৃত্যুভয়ে তারা ভীত নয়। সাইয়েদ কুতুবের অনেক ছবিই নেটে আছে।কোন ছবিতেই তাকে তেমন হাসিমুখে দেখা যায়না তবে ফাঁসির কাষ্ঠে নেওয়ার পূর্বমুহূর্তের তার একটা হাস্যজ্জল ছবি আছে।ছবিটা দেখলেই মনে হবে যেন তিনি বহু প্রতীক্ষিত কোন জিনিস লাভ করতে যাচ্ছেন।মিশরের প্রধান বিচারপতি আবদুল কাদের আওদাহ ফাঁসির রায় শুনে আনন্দে সেই কবিতা পাঠ করছিলেন যে কবিতা খোবায়েব (রাঃ) শাহাদাতের পূর্বে পাঠ করেছিলেন। উৎসঃ ফেসবুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন