দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “জামায়াত বর্জনের বার্তা দিয়ে গেলেন মোদি?” শিরোনামে আজ ৯ জুন প্রকাশিত উস্কানীমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ০৯ জুন ’১৫ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘জামায়াত বর্জনের বার্তা দিয়ে গেলেন মোদি?’ শিরোনামে আজ ৯ জুন প্রকাশিত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা উস্কানীমূলক ও রাজনৈতিক
উদ্দেশ্য প্রণোদিত। প্রকাশিত এ প্রতিবেদনের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীনউদ্দেশ্যেই কালের কণ্ঠ পত্রিকায় এই মনগড়া কাল্পনিক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এ সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী একটি ইসলামী সংগঠন। জামায়াতের রাজনীতি দেশের জন্য ও দেশের জনগণের জন্য। জামায়াত দেশ ও জনগণের স্বার্থে সুস্পষ্ট বক্তব্য রাখতে কখনো কুণ্ঠিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। ভারতের প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে কালেরকণ্ঠ ইনিয়ে বিনিয়ে যে উস্কানীমুলক বক্তব্য রেখেছে তা তাদের নিজেদেরই বক্তব্য। জঙ্গীবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই।
কোন দলের রাজনীতি গ্রহণ বা বর্জন করার এখতিয়ার এ দেশের জনগণের। দেশের জনগণ নির্ধারণ করবে তারা কোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হবে বা হবে না। কোন ব্যক্তি, দল, প্রতিষ্ঠান বা দেশের এ বিষয়ে কোন নির্দেশনা দেয়ার সুযোগ নেই।
কালেরকণ্ঠ পত্রিকায় উল্লেখিত শিরোনামে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা নিতান্তই জনগণের সাথে উপহাস ছাড়া আর কিছু নয়। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মনগড়া কাল্পনিক প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন