বাংলাদেশ বার্তা ডেস্কঃ ০৩ আগষ্ট ২০১৬; বুধবারঃ অবিলম্বে জাতীয় মজুরি কমিশন ঘোষণা করুন এবং জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে দেশে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচনের আয়োজন করুন।
গত সোমবার ঢাকার এক মিলনায়তনে শ্রমিক কল্যাণ কেন্দ্রীয় উপদেষ্টার বৈঠকে তিনি এ কথাগুলো বলেছেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, আবুল কালাম আজাদ, হাফিজ আব্দুল হাই হারুন, মাস্টার আমিনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, মো: মজিবর রহমান ভুইয়া, লস্কর মোহাম্মদ তসলিমসহ কেন্দ্রীয় উপদেষ্টার সদস্য ও বিভিন্ন মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক মুজিব বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি রেজিস্ট্রিকৃত শ্রমিক সংগঠন। শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ কাজ করে যাচ্ছে। শ্রমিক কল্যাণ সমাজে ইসলামী শ্রমনীতি কায়েম করতে চায়। সমাজে ইসলামী শ্রমনীতি চালু করার লক্ষ্যেকে সামনে রেখে সারাদেশে গত ৩১ জুলাই হতে ১৪ আগস্ট পর্যন্ত গণযোগাযোগ পক্ষ পালন করা হচ্ছে।
অধ্যাপক মুুজিব বলেন, দেশে ইসলামী অনুশাসন তথা কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্র পরিচালিত না হওয়ায় সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা, অনিয়ম, গুম-খুন, শিশুদের অপহরণ ও নির্মমভাবে হত্যার মতো জঘন্য ঘটনা ঘটছে।
বর্তমান অবৈধ, অগণতান্ত্রিক সরকারের কঠোর সমালোচনা করে জনাব মুজিব বলেন, সরকার কোন নিয়ম নীতি মেনে চলছে না। সরকার দলীয়রা মিছিল মিটিং করলে বৈধ আর আমরা বৈঠক করলে সেটা হয় গোপন বৈঠক। বিনা ভোটে নির্বাচিত সরকার এখন র্যাব-পুলিশ নির্ভর হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না।
তিনি বলেন, আজ সমাজে একশ্রেণীর লোক ধর্মনিরেপক্ষতা কায়েম করার জন্য কাজ করে যাচ্ছে। ধর্মনিরেক্ষতা মানেই ধর্মহীনতা। আর যেখানে ধর্মের বিশ্বাস দুর্বল সেখানে জবাবদিহীতা থাকে না আর জবাবদিহীতা না থাকলে অন্যায়, অবিচার, দুর্নীতি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অধ্যাপক মুজিব আরো বলেন, সরকার ইসলামী আন্দোলন ধ্বংস করতে চায়। এ জন্য নেতৃবৃন্দকে মিথ্যা ও অযৈাক্তিক মামলা দিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী করে রেখেছে। তিনি অবিলম্বে জাতীয় নেতৃবৃন্দসহ সকল নেতা কর্মীর মুক্তি দাবি করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন