|
বক্তব্য রাখছেন প্রফেসর ড. মোঃ দেলওয়ার হোসাইন |
বাংলাদেশ বার্তা ডেস্ক ০১ আগষ্ট ২০১২৬ ইং সোমবার: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর প্রো-ভিসি (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ দেলওয়ার হোসাইন বলেছেন, আমাদের দেশের মানুষ আবহমানকাল থেকে শান্তিপ্রিয় ও ধর্মভীরু কিন্তু উগ্র ও ধর্মান্ধ নয়।তিনি বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ একটি ব্যাধি। সমাজকে এ ব্যাধিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন এবং একই সাথে আক্রান্ত তরুণপ্রজন্মের মানসিক চিকিৎসা প্রয়োজন।
|
র্যালী বিশ্ববিদ্যালয় থেকে মহাসড়কে যাচ্ছে |
|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধনে ছাত্রীদের একাংশ |
০১ আগষ্ট ২০১৬ইং তারিখ সোমবার সকাল ১১টায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কুমিরাস্থ নিজস্ব ক্যাম্পাসে পাঁচ সহস্রাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে গুলশান ও শোলাকিয়ার মর্মান্তিক ঘটনার স্মরণে মানববন্ধন, শোকর্যালী এবং আলোচনা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ দেলওয়ার হোসাইন এই অভিমত ব্যক্ত করেন।আইআইইউস ‘র ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. আবুবকর রফীক, শরী’য়াহ অনুষদের ডীন প্রফেসর ড. গিয়াস উদ্দীন হাফিজ, ফিমেল একাডেমী কমপ্লেক্সের চীফ ইনচার্জ প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাফিউদ্দিন মাদানী, স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের ডিভিশনের পরিচালক আ.জ.ম. ওবায়দুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করে সহকারী প্রক্টর জাহেদ হোসেন ভূঁইয়া।
উল্লেখ্য, আজকের অনুষ্ঠান উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী কুৃমিরার নিজস্ব ক্যাম্পাসে দলে দলে এস ভীড় জমাতে থাকে। সকাল ১১টা বাজতেই বিশাল জনারণ্যে পরিণত হয় কুৃমিরার ক্যাম্পাস, কোথায় তিল ধারণের ঠাই ছিল না।
উদ্বোধনী আনুষ্ঠানিকতার পরেই শুরু হয় মানববন্ধন ও র্যালী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেই দিকে লক্ষ্য রেখেই আইআইইউস ‘র ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা রং বে-রংয়ের ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে দীর্ঘ মানববন্ধন তৈরি করে, যা আইআইইউসি ‘র প্রধান তোরণ থেকে একদিকে চলে যায় ছোট কুমিরা এবং অন্য দিক চলে যায় বার আউলিয়া পর্যন্ত।
|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধনের একাংশ |
প্রধান অতিথির বক্তব্যে প্রফসর ড. দেলওয়ার হোসাইন পাঁচ সহস্রাধিক ছাত্র-ছাত্রীরকে উদ্দেশ্য করে বলেন, তারা যেন এমন ভুল পথে কখনও পা না বাড়ায়। তিনি তাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাদীস ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. নাজমুল হক নদভী আইআইইউসি ‘র রেজিস্ট্রার স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নুরুল ইসলাম, সেন্টার ফর ইউনিভার্সিটি রিকয়ারমেন্ট কোর্সেস এর পরিচালক প্রফেসর ড. এ,কে.এম. শাহেদ, ব্যবসায় প্রসাশন বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, ইংরেজী
|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধনের একাংশ |
ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ইফতেখার উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞিাজনিয়ারিং বিভাগের প্রধান মোহাম্মদ মেহেদী হাসান, কুরআনিক সায়িন্স বিভাগের প্রধান ড. মোস্তফা কামিল, ইটিই বিভাগের প্রধান আবদুল গফুর, ইইই বিভাগের প্রধান আতাহার উদ্দিন, আইন বিভাগের প্রধান সাইদুল ইসলাম, ফার্মেসী বিভাগের প্রধান মাসুদুর রহমান প্রমূখ।
এদিকে মানববন্ধন, শোকর্যালী শেষে মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ দেলওয়ার হোসাইন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, ফিমেল একাডেমী কমপ্লেক্সের চীফ ইনচার্জ প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং মুনাজাত পরিচালনা করেন কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. আবুবকর রফীক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের ডিভিশনের পরিচালক আ.জ.ম. ওবায়দুল্লাহ।
৫ আগষ্ট মাস্টার্সের সকল ক্লাস এবং ৬ আগষ্ট অনার্সের সকল ক্লাস কুমরিায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শুরুর ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভিডিও দেখতে নিচে লিংকে ক্লিক করুর
ইতিহাসের সেরা রেলী.....
উত্তরমুছুন#Proud_IIUCIAN